উড়কি ধানের মুড়কি মুড়ি বালাম ধানের খই ,
ও বেনে বৌ, ধুলোর ঘরে লুকিয়ে কেন সই ?
আয় না খেলি চু-কিৎ-কিৎ খেলামকুচির খেলা,
সন্ধ্যা হলে ঘাটে ভাসায় কুলকুলতির ভেলা !
ও বেনে বৌ, ধুলোর ঘরে লুকিয়ে কেন সই ?
আয় না খেলি চু-কিৎ-কিৎ খেলামকুচির খেলা,
সন্ধ্যা হলে ঘাটে ভাসায় কুলকুলতির ভেলা !
No comments:
Post a Comment