Monday 26 March 2012

ও বেনে বৌ !

উড়কি ধানের মুড়কি মুড়ি বালাম ধানের খই ,
ও বেনে বৌ, ধুলোর ঘরে লুকিয়ে কেন  সই ?
আয় না খেলি চু-কিৎ-কিৎ খেলামকুচির খেলা,
সন্ধ্যা হলে ঘাটে ভাসায় কুলকুলতির ভেলা !

Thursday 22 March 2012

ইড়িং বিড়িং

ল্যাপটপেতে  বসছে  তিথি    যখন তখন ,
লিখছে  কথা  আঁকছে ছবি    যেমন খুশি !
ওয়েবক্যাম-এ তুলছে ফটো  যেমন তেমন ,
ইড়িং বিড়িং নিই মজা, আয়... ও মৌটুসি !




ছুট-কেত্তন

ছুঁচো বাজায়  হারমোনিয়াম  খঞ্জনিতে ভুলো ;
ইদুর  নাকি খোল বাজাবে  নাম গাইবে  হুলো !
উটকো গ্রুপের ছুট-কেত্তন, দেখবে নাকি তা-ই ?
এসব শুনে নাচছে বাবান.. তাই রে না রে নাই !



Sunday 18 March 2012

আবোলতাবোল - ৩

গান  ধরেছে  গঙ্গা  ফড়িং, ফিঙের মুখে  শিঙে ;
আড়ালে ওই মুচকি হাসে গাছপাঁঠা আর ঝিঙে !
নাই  পরোয়া  তাই  চলেছে  উচ্চিংড়ির  নাচ ;
আবোলতাবোল বুজকুড়িতে দেয় উঁকি রুই মাছ !


Wednesday 14 March 2012

না জানি কি নাম !

কি যেন এক পাখি , নাম জানা নেই কারো !
অবাক বাবান বলে, বাবা..ওর নাম বলতে পারো ?
কি করি ? হার মানি;  কতকিছুই না জানি !
ঘরের পাশেই সঙ্গী এত, সবাইকে না চিনি !!

Friday 9 March 2012

ছোটা ভীম !

BEN TEN-এর চশমা ঘড়ি কিনবো চাঁচর মেলাতে ;
কিনতে  হবে  রান্নাবাটি  খেলবো  দুপুর  বেলাতে !
লাড্ডু  কিনি  তিরিশ ডজন, সাতাশ ডজন  ডিম ;
আসবে  খেতে  নেমতন্ন   pogo-র   ছোটা  ভীম !


Wednesday 7 March 2012

দোল

পিচকারি আর রং ,
দেখো সাজের ঢং !
আস্ত যেন ভূত ,
মজা কী অদ্ভূত !!





Tuesday 6 March 2012

কাঠবিড়ালি

কাঠবিড়ালি  কাঠবিড়ালি  খুঁজছো তুমি  কী ?
রোদ উঠোনে ধান শুকোতে তেলাই পেতেছি !
কাদামাটির  গড়বো  পুতুল,  সঙ্গ   দেবে  কি ?
বানিয়ে  দেব  রবি  দাদার  নোবেল প্রাইজটি !

Monday 5 March 2012

পান্তাবুড়ি

আন্তাবুড়ি   পান্তাবুড়ি  ঝোপের  ধারে   বাড়ি,
ঝাঁকড়া চুলে জবার খোঁপা আলতাপেড়ে শাড়ি !
দুষ্টুমি  তো  করবে,  তবে  করলে  বাড়াবাড়ি ;

পান্তাবুড়ি  আসবে  তেড়ে, ধরবে  চেপে নাড়ি !!