Tuesday 28 February 2012

টুনটুনি লো !

টুনটুনি  তোর  সরু  ঠোঁটে  আসন বুনে দে ,
দিনভর আর ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে বেড়াস নে !
ও মুখপুড়ি ! ঘরছাড়া ! তোর সঙ্গ দেবে কে ?
দিন ফুরালো,  বেলা গেলো,  মাথা বেঁধে নে ! 


ইড়িং বিড়িং

ইড়িং বিড়িং কথার ঝাঁক ,
ঠেকায় রাখা পিড়িং শাক  
তিড়িং বিড়িং লাফাচ্ছে ওই,  
ফ্রায়িং প্যান-এ  চিংড়ি মাছ  

Monday 27 February 2012

ব্যাঙ বাবাজি

সখ হয়েছে ব্যাঙ বাবাজির
কিনবে ন্যানো গাড়ি !
বিকিয়ে দেবে এক লাখেতেই
নালার ধারের বাড়ি !


দ্বন্দ

ধুপকাঠিরা করছে মিছিল ,
যখন তখন জ্বলবে না !
ধুনুচিরা দিচ্ছে বাধা ,
বলছে- মিছিল চলবে না !

আহ্লাদী রাত

ঝিঁঝিপোকা  অন্ধকারে  ঘুমায় নাকি  নাক ডেকে ,
ছিঁচকাঁদুনে লক্ষীপেঁচা  ফুঁপায় গাছের ডাল থেকে !
চমকে উঠে আহ্লাদী রাত, খেঁকশেয়ালের ডাক শুনে ;
অভয় আলোয় রাতের তারা পাহারা দেয় একমনে !

কাকতাড়ুয়া

কাকতাড়ুয়ার চিন্তা, বুঝি 
এই হারালো কাজ 
খেতের পাশে আসছে না আর  
দুষ্টু চড়াই আজ !


Wednesday 22 February 2012

মেনি

ভোরের রাতে ভাবছে মেনি চিলেকোঠায় বসে ,
রাতভর আর ভাল্লাগে না ঘুরতে দেশ বিদেশে 
বরং যদি চাকরি করি ভুলু দাদার বাড়ি, 
মাস ফুরোলেই মাইনে পাবো,পুজোয় পাবো শাড়ি ! 


Monday 20 February 2012

মায়ের ভাষা

জীবন কাটে ভাষার ভেলায়,
এই ভাষাতেই বাঁচতে শিখি   
মায়ের ভাষা আমার ভাষা 
এ গৌরবেই বলি লিখি 



এলোমেলো-১

হঠাৎ দেখি পাতারা সব উড়তে উড়তে জুড়ছে গাছে,
ডালপালাতে প্রজাপতি ফুল সেজে আনন্দে নাচে ।
চোখের ভুল? না,ঠিক দেখেছি? কি অদ্ভুত ভেবে না পাই,
ইকড়ি-মিকড়ি গল্প শুনে সব ভুলে ফের ঘুমোতে যাই !

Thursday 16 February 2012

তারিখ ভ্যাবলাকান্ত

ছটফটে  তারিখের  খটমটে  চোখ, 
তবুও শান্ত ভাবে যত বোকা লোক.
ক্যালেন্ডারের ঘরে  চুপচাপ বসে ,
দুনিয়ার ইতিহাস  গিলে গোগ্রাসে .

আবোল তাবোল - ২

মেঘলা দিনে পাগলা হনু
হুক্কাহুয়া ডাকে
খেঁকশিয়ালীর পুঁচকে ছানা
জড়িয়ে ধরে মা-কে

Thursday 9 February 2012

জলস্তর

টিউবওয়েল-এ ' ক্যাঁচর ম্যাঁচর '  
ক্যঁত পেড়ে কল ফিরছে পাশ  
ছোট্ট বাবান শুনলো নাকি 
আর্ত আওয়াজ.. ' চৈ..ত্র মা..স ' !!!

Monday 6 February 2012

ও পুরুলের পো...

ও পুরুলের পো...
পাখির ডানা ছোঁ 
গাছের টং-এ না ঝুলে, তুই
উড়তে পারিস তো !



ফড়িং

শুকনো ঘাসে খাচ্ছে ফড়িং
ছায়া-রোদের চচ্চড়ি
বিশ্বে নাকি বাড়ছে গরম
শুনছে প্রতি বচ্ছরই



Sunday 5 February 2012

স্বাধীনতার স্বাদ-১

একশো  দিনের কাজ রে ভাই
মাস্টার রোল  কোদাল  ঝুড়ি
সরকারি কাজ, মিলেছে আজ
বামুন- চাষা - বাগদি - হাঁড়ি



Saturday 4 February 2012

আবোল তাবোল

ফুল বালিসে জমছে মধু 
মাথার ভেতর মৌমাছি 
ঘুম স্বপনে মৌ-শিকারী
এসব নিয়ে  বেশ আছি  

Rhymes by Soumitra Roy // চার লাইন

চার লাইন 


ব্লগ-যাপনে চারটে লাইন 
কাব্য-ছড়া সু / মন্দ
শব্দশরীর পাতছে মাইন 
অন্তেমিল আর আনন্দ  


                     সৌমিত্র রায়