গান ধরেছে গঙ্গা ফড়িং, ফিঙের মুখে শিঙে ;
আড়ালে ওই মুচকি হাসে গাছপাঁঠা আর ঝিঙে !
নাই পরোয়া তাই চলেছে উচ্চিংড়ির নাচ ;
আবোলতাবোল বুজকুড়িতে দেয় উঁকি রুই মাছ !
আড়ালে ওই মুচকি হাসে গাছপাঁঠা আর ঝিঙে !
নাই পরোয়া তাই চলেছে উচ্চিংড়ির নাচ ;
আবোলতাবোল বুজকুড়িতে দেয় উঁকি রুই মাছ !
No comments:
Post a Comment