Saturday 21 July 2012

অবাক কাণ্ড !

       স্বপ্নে দেখি  ভোর আকাশে  উড়ছে অঙ্ক বই ,
      সংখ্যাগুলো ছাদের উপর ছড়িয়ে পড়ছে ওই !
ভাবছি অনেক দেখছি তবু হিসেব তো কই মিলছে না ,
চকোলেট-এর লোভ দেখিয়েও বই মাটিতে নামছে না !!

Wednesday 18 July 2012

কপিলমুনি-র সজল-কাজল

কি লিখি এই  আনন্দময়  বর্ষা মুখর দিনে ,
ছাত্রদিনে  ভবিষ্যতের পথঘাট  লও  চিনে !
জীবন একটা  সুযোগ  তার সব আনন্দ লও,
কপিলমুনি-র সজল-কাজল দশের সেরা হও !! 

Sunday 15 July 2012

দিও আমায় !

কিসের এত আনন্দ  মৌ,  করছো ওড়াউড়ি ?
গাছ,  ভরেছো ফুলে ফলে  সেজেছো দিনপরী !
দিনভর গান গাইছে পাখি , ঝিঁঝি ব্যস্ত রাতে !
এই ভুবনের যা আনন্দ -- সব দাও আমাতে !! 

Monday 26 March 2012

ও বেনে বৌ !

উড়কি ধানের মুড়কি মুড়ি বালাম ধানের খই ,
ও বেনে বৌ, ধুলোর ঘরে লুকিয়ে কেন  সই ?
আয় না খেলি চু-কিৎ-কিৎ খেলামকুচির খেলা,
সন্ধ্যা হলে ঘাটে ভাসায় কুলকুলতির ভেলা !

Thursday 22 March 2012

ইড়িং বিড়িং

ল্যাপটপেতে  বসছে  তিথি    যখন তখন ,
লিখছে  কথা  আঁকছে ছবি    যেমন খুশি !
ওয়েবক্যাম-এ তুলছে ফটো  যেমন তেমন ,
ইড়িং বিড়িং নিই মজা, আয়... ও মৌটুসি !
ছুট-কেত্তন

ছুঁচো বাজায়  হারমোনিয়াম  খঞ্জনিতে ভুলো ;
ইদুর  নাকি খোল বাজাবে  নাম গাইবে  হুলো !
উটকো গ্রুপের ছুট-কেত্তন, দেখবে নাকি তা-ই ?
এসব শুনে নাচছে বাবান.. তাই রে না রে নাই !Sunday 18 March 2012

আবোলতাবোল - ৩

গান  ধরেছে  গঙ্গা  ফড়িং, ফিঙের মুখে  শিঙে ;
আড়ালে ওই মুচকি হাসে গাছপাঁঠা আর ঝিঙে !
নাই  পরোয়া  তাই  চলেছে  উচ্চিংড়ির  নাচ ;
আবোলতাবোল বুজকুড়িতে দেয় উঁকি রুই মাছ !